চুয়াডাঙ্গায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় রড দিয়ে পিটিয়ে স্ত্রী নয়ন তারাকে (৩২) হত্যা করেছেন পাষণ্ড স্বামী আনোয়ার হোসেন। সোমবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মেয়ে জান্নাতুল ফেরদৌস মাকে রক্ষা করতে এলে তাকেও রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। নিহত নয়ন তারা মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আনছার আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, ১৮ বছর আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের মৃত আনছার মণ্ডলের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে হয় নয়ন তারার। দীর্ঘদিন ধরে পরকীয়া সন্দেহে স্ত্রী নয়ন তারাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন স্বামী আনোয়ার হোসেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ নয়ন তারার লাশ উদ্ধার করেছে। স্বামী আনোয়ার হোসেন ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছেন।

স্থানীয়রা জানায়, স্ত্রী নয়ন তারা পরকীয়া করছেন এমন সন্দেহ করতেন স্বামী লন্ড্রি ব্যবসায়ী আনোয়ার হোসেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে গণ্ডগোল চলে আসছিল। এসব কারণে প্রায় মাসখানেক আগে পিতার বাড়িতে চলে যান নয়ন তারা। সোমবার সন্ধ্যায় তিনি স্বামীর বাড়িতে ফেরেন। খবর পেয়ে লন্ড্রির দোকান থেকে তড়িঘড়ি বাড়িতে ঢোকেন স্বামী আনোয়ার হোসেন। ঘরে ঢুকেই স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন তিনি। এক পর্যায়ে রড বের করে স্ত্রীর ওপর চড়াও হন আনোয়ার হোসেন। এ সময় মেয়ে নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস মাকে রক্ষার জন্য এগিয়ে যায়। তাকে রড দিয়ে রক্তাক্ত জখম করেন পিতা। জান্নাতুল ফেরদৌস গুরুতর আহত হয়ে পড়ে যায়। পরে স্ত্রী নয়ন তারাকে রড দিয়ে উপর্যুপরি পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান আনোয়ার হোসেন।
মেয়ে জান্নাতুল ফেরদৌসকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হলে রাত ৯টার দিকে পুলিশ আসে এবং রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, ‘পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। স্ত্রীকে হত্যার পর স্বামী আনোয়ার হোসেন গা ঢাকা দিয়েছে। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights