নোয়াখালীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক যুব শান্তি ক্যাম্প

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে শনিবার থেকে তিন দিনব্যাপী শুরু হচ্ছে আন্তর্জাতিক যুব শান্তি ক্যাম্প। জেলার সোনাইমুড়ি উপজেলাস্থ গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে গান্ধী আশ্রম প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভারতের ৬২ সাইক্লিস্টসহ ক্যাম্পে ১২টি দেশের ৩৫০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করবেন।

এ উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে করেন গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) জীবন কানাই দাস। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন, ভারতের স্নেহালয়া সংগের আহ্বায়ক ড. গিরিশ কুলকার্নি, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক ও সিইও রাহা নব কুমার, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সাবেক সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী প্রমূখ।

ট্রাস্টের চেয়ারম্যান জীবন কানাই দাস জানান, ইতোমধ্যে চার হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ভারতের ৬২ সাইক্লিস্ট ও ভারত, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, সুইডেন, জার্মানী, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ১২ টি দেশ থেকে অতিথিরা এসে পৌঁছেছেন। তাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীসহ গান্ধী আশ্রমের নিজস্ব স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন।
ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) জীবন কানাই দাস জানান, গান্ধীজি ও বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এ আয়োজন। সরকারের সকল সংস্থাগুলো আমাদের সহযোগিতা করে যাচ্ছেন এবং মিডিয়া কর্মীও আমাদেরকে সহযোগিতা করছেন। তিন দিনের আয়োজনকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া প্রতিদিন সন্ধ্যা থেকে দেশি-বিদেশি শিল্পীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আগামীকাল ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পে প্রতিদিন শান্তি সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। বাংলাদেশের মন্ত্রী, সচিবসহ বিভিন্ন দেশের অতিথিরা শান্তি সমাবেশে বক্তব্য রাখবেন।

এসময় তিনি আন্তর্জাতিক যুব পিস ক্যাম্পকে সফল করতে গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights