গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি একে অপরের পরিপূরক : প্রিন্স

অনলাইন ডেস্ক
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তি একে অপরের পরিপূরক। সে কারণে জনবিচ্ছিন্ন সরকার গায়ের জোরে খালেদা জিয়াকে আটক রেখে গণতন্ত্র বন্দি করে রেখেছে।

সোমবার বিকেলে ময়মনসিংহ মহানগরের নতুন বাজারে হরি কিশোর রায় রোডে বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার জন্য গঠিত মেডিকেল বোর্ড বলেছে, বাংলাদেশে তার চিকিৎসা হচ্ছে না। তাকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেয়া সম্ভব না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না। কিন্তু অমানবিক সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বিদেশে বেগম খালেদা জিয়াকে যেতে না দিয়ে উন্নত চিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

তিনি বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুনিয়া থেকে মাইনাস করতে চায়। খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু হলে দায় দায়িত্ব সব সরকারকেই বহন করতে হবে।

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী ও কাজী রানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights