আয়ে শীর্ষে রোনালদো, মেসি-এমবাপ্পেরা কোথায়
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস গত ১২ মাসে গোটা বিশ্বজুড়ে সকল অ্যাথলেটদের আয়ের হিসাব করেছে। তাদের হিসাবে গেল এক বছর ধরে সবচেয়ে বেশি উপার্জন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কেবল রোনালদোই শীর্ষে নয়, সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্তদের তালিকায় সকল অ্যাথলেটদের মধ্যে শীর্ষ দিনে রোনালদোর পর দুইয়ে আছেন লিওনেল মেসি এবং তিনে কিলিয়ান এমবাপে।
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের এই বছরের তালিকা মঙ্গলবার প্রকাশ করে ফোর্বস। মাঠ ও মাঠের বাইরের আয় মিলিয়ে এই হিসাব করেছে সাময়িকীটি। এতে ১৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় নিয়ে রোনালদো এখন চূড়ায়। ফোর্বসের মতে, ফুটবলারদের মধ্যে ইতিহাসের সবচেয়ে বেশি আয় এটিই। সবচেয়ে ধনী খেলোয়াড়দের তালিকায় দুই ও তিন নম্বর অবস্থানেও দু’জন ফুটবলার। এই দু’টো অবস্থান পিএসজির দুই তারকা লিওনেল মেসি (১৩ কোটি ডলার) ও কিলিয়ান এমবাপ্পের (১২ কোটি ডলার)। চার নম্বরে বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস।
সবচেয়ে বেশি আয় করা ১০ খেলোয়াড় (২০২২ সালের ১ মে থেকে ২০২৩ সালের ১ মে)
খেলোয়াড় খেলা আয় (ডলার)
ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ১৩ কোটি ৬০ লাখ
লিওনেল মেসি ফুটবল ১৩ কোটি
কিলিয়ান এমবাপ্পে ফুটবল ১২ কোটি
লেব্রন জেমস বাস্কেটবল ১১ কোটি ৯৫ লাখ
ক্যানেলো আলভারেজ বক্সিং ১১ কোটি
ডাস্টিন জনসন গলফ ১০ কোটি ৭০ লাখ
ফিল মিকেলসন গলফ ১০ কোটি ৬০ লাখ
স্টিফেন কারি বাস্কেটবল ১০ কোটি ৪ লাখ
রজার ফেদেরার টেনিস ৯ কোটি ৫১ লাখ
কেভিন ডুরান্ট বাস্কেটবল ৮ কোটি ৯১ লাখ