কুলাউড়ায় কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মধ্যে এসব বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। এসময় তিনি সরকারের দেওয়া এ প্রণোদনার সঠিক ব্যবহার করে নিজের ও দেশের উন্নতি সাধনে উপকারভোগীদের ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রবিন চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতি.) রিপন চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ২০২৪-২৫ অর্থবছরের সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার পৌরসভাসহ ১৩ ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ১৪ হাজার ৩৯০ জন কৃষকদের মধ্যে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights