কোন ধর্ম পালন করেন পুত্র আরিয়ান, মুখ খুললেন গৌরী

অনলাইন ডেস্ক
তারকা-পুত্র হিসেবে মিডিয়ায় আলোচনার আরেক নাম শাহরুখ খান-পুত্র আরিয়ান খান। বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক হওয়ার কারণে শাহরুখের স্ত্রী ও সন্তানদের নিয়েও আলোচনা চলেই। এবার চর্চা হচ্ছে শাহরুখ-গৌরির বড় ছেলে আরিয়ান খানের ধর্ম কেন্দ্র করে।

ক্যারিয়ারের শুরু দিকেই বিয়ে করেন শাহরুখ এবং গৌরী। কলেজ জীবন থেকে তাদের প্রেম। দুজন ভিন্ন ধর্ম এই বিষয়টা ছাড়াও নানা ধরনের বাধা এসেছে প্রেমের পথে। কিন্তু সে সব তোয়াক্কা না করেই বিয়ে করেছিলেন তারা। সংসারে নিজেদের ধর্মেও সব সময় সমতা বজায় রেখেছেন তারা। কেউই নিজেদের ধর্ম পরিবর্তন করেননি। তিন সন্তানের বাবা-মা তারা। আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে তাদের সংসার। প্রায় প্রশ্ন উঠেছে, সন্তানেরা কোন ধর্ম পালন করেন। সম্প্রতি এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে।

কইমইয়ের প্রতিবেদন থেকে জানা যায় একবার সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে সন্তানদের ধর্ম প্রসঙ্গ একথা বলেছিলেন গৌরী। মূলত সেই সাক্ষাৎকারের ভিডিওটি ভাইরাল হয়েছে। আর এ থেকেই শুরু হয়েছে আলোচনা। ভাইরাল সাক্ষাৎকারে দেখা যায় গৌরী বলেছিলেন, আমরা সমতা বজায় রাখি। আমি শাহরুখের ধর্মের ওপর শ্রদ্ধা রাখি। তবে তার অর্থ এই না, আমি ধর্ম পরিবর্তন করেছি। প্রত্যেক মানুষের ব্যক্তিসত্তা রয়েছে। আর তাই প্রত্যেকে নিজের ধর্ম মেনে চলবেন, এটাই স্বাভাবিক। অন্য ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে। শাহরুখও আমার ধর্মকে সম্মান করে।

তবে ছেলেমেয়েরা বাবার ধর্মই বেছে নিয়েছেন জানিয়ে গৌরী বলেছিলেন, আরিয়ান শাহরুখকে মেনে চলে। তাই ও বাবার ধর্ম অনুসরণ করে। আমার মনে হয় ও নিজেকে মুসলিমই বলবে। ও যখন বলেছিল, ‘আমি মুসলিম’, আমার মা অবাক কিছুটা হয়েছিলেন। তবে মা কিছু মনে করেননি। বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়েছিলাম।

গৌরী আরও জানান, প্রতি রাতে প্রার্থনা করে তারপর ঘুমাতে যান আরিয়ান খান। প্রথমে মায়ের মতো করে, তার পরে বাবার মতো করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights