চার মাস ধরে স্বর্ণ কিনছে না চীনের কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক
চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না রিজার্ভের জন্য স্বর্ণ কেনা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে টানা চতুর্থ মাস কোনো স্বর্ণ কেনেনি ব্যাংকটি। আজ শনিবার চীনের কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে এই বিষয়টি উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাস শেষে চীনের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে স্বর্ণের মজুত ছিল ৭২ দশমিক ৮ মিলিয়ন আউন্স বা ৭ কোটি ২৮ লাখ আউন্স। বিশ্ববাজারে স্বর্ণের দাম বেশি থাকায় চীনের কেন্দ্রীয় ব্যাংকের মজুত থাকা স্বর্ণের মূল্যমানও বেড়েছে। সেসময় মজুত স্বর্ণের মূল্যমান ছিল ১৭৬ দশমিক ৭৬ বিলিয়ন বা ১৭ হাজার ৬৭৬ কোটি ডলার। আগস্ট মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ দশমিক ৯৮ বিলিয়ন বা ১৮ হাজার ২৯৮ কোটি ডলার।

চলতি বছর বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার কমাবে, এমন ধারণা বছরের শুরু থেকেই শোনা যাচ্ছে। এতে ডলারের বিনিময় হার কমে যাবে, এই ধারণা থেকে বিনিয়োগকারীরা আবারও সোনার দিকে ঝুঁকেছেন।
চলতি বছর বিশ্ববাজারে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ২১ শতাংশ। গত ২০ আগস্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম এ যাবৎকালের সর্বোচ্চ আউন্সপ্রতি ২ হাজার ৫৩১ ডলারে উঠে যায়। এখন দাম তার চেয়ে কিছুটা কম।

তবে গত স্বর্ণ কেনা বন্ধ করার আগে চীনের কেন্দ্রীয় ব্যাংক টানা ১৮ মাস স্বর্ণ কিনেছে। ২০২৩ সালে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে চীনের কেন্দ্রীয় ব্যাংক সবচেয়ে বেশি স্বর্ণ কিনেছে। কিন্তু চার মাস ধরে স্বর্ণ কেনা বন্ধ রাখায় চীনের বিনিয়োগকারীরাও স্বর্ণ কেনা হ্রাস করেছেন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যানুসারে, ২০২৩ সালে চীন ২২৫ মেট্রিক টন স্বর্ণ কিনেছে। বিশ্বের অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ কিনেছে ১ হাজার ৩৭ টন, অর্থাৎ চীন একাই কিনেছে বাকি সবার কেনা স্বর্ণের এক-চতুর্থাংশ।

এদিকে শুধু চীন নয়, বিশ্বের উন্নত অর্থনীতিগুলোও এখন স্বর্ণ মজুতের দিকে ঝুঁকছে। ২০২৫ সালে বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে ১৩ শতাংশ দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনার মজুত বাড়ানোর পরিকল্পনা করছে বলে জরিপে জানা গেছে। অথচ এক বছর আগেও মাত্র ৮ শতাংশ ধনী দেশের কেন্দ্রীয় ব্যাংকের এই পরিকল্পনা ছিল। এমনকি গোল্ড কাউন্সিলের জরিপ শুরু হওয়ার পর থেকে তখন পর্যন্ত সেটিই ছিল সর্বোচ্চ।

জরিপে অংশ নেওয়া বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে প্রায় ৬০ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, আগামী পাঁচ বছরে তাদের মজুতে স্বর্ণের পরিমাণ অনেকটাই বাড়বে। গত বছরে এমন কথা বলেছিল মাত্র ৩৮ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights