ঝিনাইদহে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেছেন, সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে আত্মত্মহত্যা, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মানব পাচার, মাদক, জুয়া ও চোরাচালান বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশ তাদের সেবা প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র পুলিশের দ্বারা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ সম্ভব নয়। সমাজের মূল সমস্যাগুলোর মধ্যে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং ও কিশোরগ্যাং অন্যতম। সামাজিক সচেতনতা ছাড়া এসব অপরাধ নির্মূল করা যাবে না।
শনিবার বিকালে ঝিনাইদহ মহেশপুর থানার আয়োজনে থানা চত্বরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ উদ্দিন মৃধার সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুন্না বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহেশপুর থানা আমির প্রভাষক মোঃ ফারুক আহম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহেশপুর উপজেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক,হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি শেখ আসআদ,মহেশপুর উপজেলার সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুস সাত্তার,প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক হামিদুর রহমান রানাসহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া ঝিনাইদহের মহেশপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও নানা শ্রেনি-পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।