দিনাজপুরে ৩ লাখ ৮৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

দিনাজপুর প্রতিনিধি

আগামী শনিবার দিনাজপুর জেলায় ৩ লাখ ৮৫ হাজার ৪৫৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওনো হবে। বৃহস্পতিবার ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের হলরুমে দিনাজপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়ের সহযোগিতায় পহেলা জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য দেয়া হয়।

কর্মশালায় সভাপতির বক্তব্যে দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম-সিদ্দিকী বলেন, দিনাজপুর জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৪,১০৬ জন এবং ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৩৪৮ জন মোট ৩ লক্ষ ৮৫ হাজার ৪৫৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওনো হবে। এরজন্য স্থায়ীকেন্দ্র ১৫টি, অস্থায়ী কেন্দ্র ২৫৮৫ টি, অতিরিক্ত কেন্দ্র (উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে) ১২টি মোট ২ হাজার ৬১৬টি কেন্দ্রে প্রায় ৫ হাজার ৮৮০জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।

সিভিল সার্জান কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোঃ শরিফ ও এম.ও.সি.এস ডাঃ কাওসার আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights