নড়াইল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত
শুভ সরকার, নড়াইল
নড়াইল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে এ ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল প্রেসক্লাবের আহবায়ক অ্যাড.এস. এম আব্দুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহাবুবুর রশিদ লাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আহসান মাহমুদ রাসেল।
সাধারণ সভায় বক্তব্য রাখেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম তুহিন, কাজী হাফিজুর রহমান, মলয় কান্তি নন্দী, এড.আজিজুল ইসলাম, মো. আল-আমিন, মো. ইমরান হোসেন, নড়াইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. আলমগীর সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু প্রমুখ।
সভায় আহ্বায়ক কমিটিতে নতুন করে তিনজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন- এ্যাড. আজিজুল ইসলাম, মো. আল-আমিন, মো. নুরুন্নবী সামদানী।