নোয়াখালীতে ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও বর্ষবরণ
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আনন্দ বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর রাত ১০ টায়, শহীদ জিয়া স্মৃতি সংঘে যুবদল নেতা রাশেদ খান, বাবুল, আব্দুল্যাহ, হুমায়ুন কবির মোঃ হানিফ এবং মোঃ আবু্ল আলোচনা সভার আয়োজন করে।
যুবদল নেতা মোঃ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা এডভোকেট সিরাজ, মোঃ ফারুক মেম্বার, যুবদল নেতা কবির পাটোয়ারী, সোহেল, ইসমাইল, স্বেচ্ছাসেবকদল নেতা ইয়াছিন আরাফাত, মোঃ মিরাজ হোসেন, ছাত্রদল নেতা মিজান, জাফর সজিব, নোমান সুমনসহ নেত্রীবৃন্দ।
নেত্রীবৃন্দরা আগামিতে বিএনপি নেতাকর্মিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং দলকে সুসংগঠিত করতে সকলে কাঁদে কাঁদ মিলিয়ে বিএনপিকে শক্তিশালী করার অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে ইংরেজি নববর্ষ উপলক্ষে জমকালো মেজবানীর আয়োজন করা হয়।