বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে কাল সমাবেশ করবে যুবলীগ

অনলাইন ডেস্ক

বিএনপির রাজনীতি নিষিদ্ধকরণ, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনাসহ তিন দাবিতে সমাবেশ করবে যুবলীগ। বৃহস্পতিবার এ সমাবেশ ডাকা হয়েছে।

বুধবার যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ আগস্ট বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী যুবলীগের উদ্যোগে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, মানবাধিকার লঙ্ঘনকারী, খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, ’৭৫-এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্টে সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে সমাবেশ করা এবং স্মারকলিপি দেওয়া হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সঞ্চালনা করবেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights