বৈরি আবহাওয়ায় ব্যাহত উদ্ধারকাজ, ঘটনাস্থলে ৪০ টিম
অনলাইন ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেসহ নিখোঁজ হওয়া হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করতে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। হেলিকপ্টার ব্যবহার করে অবস্থান শনাক্ত করার কাজ বৈরি আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে। গণমাধ্যমের খবর বলছে, এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারকারীদের অনেককে পৌঁছাতে হচ্ছে পায়ে হেঁটে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর বলছে, রাইসিকে উদ্ধার করতে আশপাশের প্রদেশগুলো থেকে আরও কয়েকটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
কৌলিভান্দ প্রদেশের ওই এলাকায় সবশেষ খবর অনুযায়ী ৪০টির বেশি উদ্ধারকারী দল কাজ করছে।
তবে বৈরি আবহাওয়ার কারণে খুব ধীর গতিতে আগাচ্ছে উদ্ধারকাজ। তবে ড্রোন ব্যবহার করে রাইসির অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।