মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে উদ্বুদ্ধকরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন এর আয়োজনে প্রবাসী কর্মীদের বৈধ-পথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সভা ও ইফতার মাহফিল স্থানীয় সময় শনিবার জহুর প্রদেশের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। উদ্বুদ্ধকরসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, বৈধ ও সঠিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে দেশ উপকৃত ও উন্নতির দিকে এগিয়ে যাবে। এসময় তিনি প্রবাসীদের অবহিত করেন যে, যারা অবৈধপথে বাংলাদেশে অর্থ প্রেরণ করেন তাদের অবৈধপথে অর্থ প্রেরণের মাধ্যমে বাংলাদেশে জঙ্গি তৎপরতা, মাদক বাণিজ্য ও অবৈধ অস্ত্র যোগানের মাধ্যমে দেশ চরম ক্ষতি ও হুমকির সম্মুখীন হচ্ছে।
প্রবাসীদের বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণ করার জন্য সরকার বিশেষ প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ, সুবিধা বৃদ্ধি করেছে। হাইকমিশনার এসব সুবিধা গ্রহণ করে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে মালয়েশিয়া প্রবাসীদের প্রতি আহবান জানান।
বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমানের অনুষ্ঠান সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম) মো. নাজমুস সাদাত সেলিম, সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাইদুর রহমান ফরাজী, এনবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলী হায়দার মুর্তজা, অগ্রণী রেমিট্যান্স হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান আহমেদ এবং লোকাল কোম্পানির প্রতিনিধি মিস্টার সাইমনসহ বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা। সভা শেষে দেশের সমৃদ্ধি ও প্রবাসী কর্মীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।