মৃত্যুর সাত বছর পর লাকী আখান্দের অপ্রকাশিত গান নিয়ে আসছেন বাপ্পা

অনলাইন ডেস্ক

দেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক, সুরকার ও বিখ্যাত গায়ক লাকী আখান্দ ৬০ বছর বয়সে ২০১৭ সালের ২১ এপ্রিল মারা যান। মৃত্যুর আগে বরেণ্য এই কণ্ঠশিল্পী রেখে গেছেন অসাধারণ সব গান।

মৃত্যুর সাত বছর পার হয়ে গেলেও এখনো তার সুর করা গান প্রকাশ পাচ্ছে। এবার লাকী আখান্দের সুরে নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার।

‘ভবের নদী’ শিরোনামের গানটিতে বাপ্পার সঙ্গে গেয়েছেন সাঈদা শম্পা। গোলাম মোর্শেদের লেখা গানটির সংগীত আয়োজনও করেছেন বাপ্পা মজুমদার। গত বৃহস্পতিবার গান জানালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।

বাপ্পা মজুমদার গণমাধ্যমকে জানান, এমন গান করতে পেরে তার ভালো লাগছে। লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। আশা করছেন শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।

গানের বিষয়ে গোলাম মোর্শেদের ভাষ্য, বাপ্পা মজুমদারকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা করছিলাম। গানটি শোনার পর বাপ্পার খুব পছন্দ হয়। সুরের সঙ্গে দারুণ কম্পোজিশন করেছে সে। এরপর বাপ্পার সঙ্গে যুক্ত হয় শম্পা। দুজনেই ভালো গেয়েছে।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকি আখন্দের প্রথম একক অ্যালবাম লাকী আখান্দ প্রকাশিত হয়। তিনি ব্যান্ড দল হ্যাপী টাচ এর সদস্য। তার সংগীতায়োজনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে- এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা এবং আমায় ডেকো না। তিনি বাংলাদেশী জাতীয় রেডিও নেটওয়ার্ক বাংলাদেশ বেতার এর সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights