রাজধানীতে যুবকের লাশ উদ্ধার
ঢামেক প্রতিনিধি
রাজধানীর যাত্রাবাড়ীতে দুই ভবনের মাঝে থেকে মো: হাসান (১৯) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা সে চুরির উদ্দেশ্যে গিয়ে দুই ভবনের মাঝে দিয়ে পড়ে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সাব্বির হোসেন বলেন, আমরা ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পেয়ে শুক্রবার বেলা আনুমানিক পোনে এগারোটার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি গলিতে পঞ্চম তলা ও চতুর্থ তলা ভবনের মাঝে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, হয়তো চুরি করতে উপরে উঠার সময়ে দুই ভবনের মাঝে দিয়ে পড়ার সময়ে মাথাসহ শরীরে দুই পাশে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
ভোলা সদর উপজেলার আলী নগর মাদ্রাসা বাজার শামসুদ্দিন এর ছেলে। বর্তমানে মীরহাজীরবাগ এলাকায় থাকতো। মৃতের স্বজনদের বরাদ দিয়ে পুলিশের ঐ কর্মকর্তা আরও বলেন, হাসান আগে যাত্রাবাড়ী এলাকায় পরিবহনে হেলপারি করতো। বর্তমানে প্রায় দেড় মাস যাবত বাসায় যেতো না। বাহিরে ঘুরাঘুরি করতো। পুলিশের ঐ কর্মকর্তা বলেন, ছেলেটি মাদকাসক্ত ছিল।
এ মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। এছাড়াও মৃত্যুর অন্য কোন কারণ রয়েছে কিনা, তা তদন্তের করে ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।