লন্ডনে ইরানি টিভি চ্যানেলের উপস্থাপককে ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের লন্ডনে ছুরিকাঘাতের শিকার হয়েছেন ইরানি টিভি চ্যানেলের একজন উপস্থাপককে। তার নাম পুরিয়া জেরাতি (৩৬)। তিনি লন্ডনভিত্তিক ইরানি টিভি চ্যানেল ইরান ইন্টারন্যাশনালের এক উপস্থাপক।

জানা গেছে, লন্ডনে বাড়ির বাইরে তার ওপর হামলায় এক দল দুর্বৃত্ত। তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। ইরান ইন্টারন্যাশনাল টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এ-সংক্রান্ত খবরাখবর ব্যাপকভাবে প্রচার করেছিল ইরান ইন্টারন্যাশনাল।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলেছে, হামলার ঘটনাটি তদন্ত করছেন সন্ত্রাস দমনসংক্রান্ত বিশেষজ্ঞ পর্যায়ের কর্মকর্তারা।

ছুরিকাঘাতের শিকার পুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী কমান্ড ইউনিটের প্রধান ডমিনিক মারফি বলেন, এই হামলার পেছনে উদ্দেশ্য কী, তা খুঁজে বের করতে কর্মকর্তারা চেষ্টা চালাচ্ছেন। তারা সম্ভাব্য সব বিষয় বিবেচনায় রাখছেন।
রিপোর্ট লেখা পর্যন্ত হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights