সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন-বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা :
বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর জামালপুর করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুলনা প্রেসক্লাবের সামনে দু’টি পৃথক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় খুলনায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধনে বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নার পরিচালনায় বক্তৃতা করেন খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরঙ্গ নন্দী, এনটিভির খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব মুন্সি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান মোল্লা, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর খুলনা ব্যুরো প্রধান শামসুজ্জামান শাহিন।

পরে দুপুর ১২টায় খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে পৃথক মানববন্ধনে সংগঠনের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, শেখ আবু হাসান, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, বিএফইউজের নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবীর। এসময় বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর খুলনা ব্যুরো প্রধান শামসুজ্জামান শাহিন ও ’৭১ টিভির ব্যুরো প্রধান রকিবউদ্দিন পান্নু উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights