সাত কলেজের ঘটনা নিয়ে যা বললেন ঢাবি প্রো-ভিসি মামুন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
সাত কলেজের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সুশৃঙ্খলভাবে সমাধানের কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

রবিবার দিবাগত রাতে এক ভিডিও বার্তার মাধ্যমে এ কথা বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এক ভিডিও বার্তায় জানান, গতকাল সন্ধায় সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বুঝাবুঝির অবসান ঘটবে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা প্রশমিত করার জন্য সব পক্ষকে ধৈর্য ধারণ করার জন্য আমি আহবান করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights