সাহসী সাংবাদিকতায় অবিচল
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রতিদিন আজ প্রকাশনার ১৬ বছরে পদার্পণ করল। এ উপলক্ষে পত্রিকার অন্যতম পৃষ্ঠপোষক ও বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম গতকাল সন্ধ্যায় কেক কেটে উদ্যাপন অনুষ্ঠানের সূচনা করেন। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এ সময় উপস্থিত ছিলেন -বাংলাদেশ প্রতিদিন
সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেড় দশক পেরিয়ে আজ ১৬ বছরে পদার্পণ করল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিন পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বাংলাদেশ প্রতিদিনের অন্যতম পৃষ্ঠপোষক ও বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম। এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক মন্জুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান, উপ সম্পাদক কামাল মাহমুদ, উপ সম্পাদক শিমুল মাহমুদ, উপ সম্পাদক (মাল্টিমিডিয়া) রাজু আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক (মাল্টিমিডিয়া) রুহুল আমিন রাসেল, বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম, সিটি এডিটর মির্জা মেহেদী তমাল, প্রধান প্রতিবেদক জুলকার নাইন রনো, চিফ ফটোগ্রাফার আবু তাহের খোকন, হেড অব সার্কুলেশন মো. বিল্লাল হোসেন মন্টু, হেড অব মার্কেটিং সালাহ উদ্দিন আহমেদ, অনলাইন ইনচার্জ শামছুল হক রাসেল, ফিচার এডিটর রণক ইকরাম, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের একান্ত সচিব মাসুদুর রহমান মান্না প্রমুখ উপস্থিত ছিলেন।
সাহসী সাংবাদিকতায় অবিচলআফরোজা বেগম বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ও কর্মীদের খোঁজখবর নেন এবং পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভকামনা জানান। এ সময় তিনি বলেন, সবাই সততা, নিষ্ঠার সঙ্গে কাজ করে বাংলাদেশ প্রতিদিনকে এগিয়ে নিয়ে যাবেন। বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। আপনারাও একই লক্ষ্যে কাজ করবেন। সাহসিকতার সঙ্গে সত্য ও বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করবেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর কুড়িলে ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে-সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা (আইসিসিবি)-তে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ২০১০ সালের ১৫ মার্চ যাত্রা করে। টানা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ১৬ বছরে পদার্পণের মাহেন্দ্রক্ষণে পত্রিকাটির পাঠক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন পরিবার।
বাংলাদেশ প্রতিদিন যাত্রার শুরু থেকেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করে আসছে। সাদাকে সাদা, কালোকে কালো বলায় গ্রহণযোগ্যতায় বরাবরই শীর্ষে রয়েছে পত্রিকাটি। জাতীয় সংসদে বাংলাদেশ প্রতিদিনকে প্রচারসংখ্যার শীর্ষ দৈনিক ঘোষণা করা হয়েছে বারবার। প্রিন্টের পাশাপাশি বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সন সারা দুনিয়ায় বাংলা ভাষাভাষী পাঠকের কাছে জনপ্রিয়তার শীর্ষে। বাংলার পাশাপাশি রয়েছে ইংরেজি ভার্সনও। বর্তমানে নতুন উদ্যমে যাত্রা করেছে বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া। সমসাময়িক ঘটনাবলি, বিনোদন, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রের ভিডিও কনটেন্ট নিয়ে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে মাল্টিমিডিয়া সেকশন।