সিরাজগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে কামারখন্দে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে চৌবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার ১৩৪টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৭৪৭ জন মেধাবীছাত্র-ছাত্রীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে নানাবিধ মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান “মেধায়মাতি” পর্বটি ছিল অন্যতম আকর্ষন।