সুপ্রিম কোর্ট বারে ইফতার অনুষ্ঠানে ভাঙচুর

অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ইফতার ও দোয়া মাহফিলে বিএনপিপন্থী আইনজীবীরা ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার বিকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সম্পাদক প্রার্থীর নেতৃত্বে এ ভাঙচুর করা হয়।

অভিযোগ রয়েছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর ও দক্ষিণ হলে আয়োজিত এ ইফতার মাহফিলে টেবিল ও চেয়ার ভাঙচুর করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
বিকাল ৪টার দিকে সমিতির এডহক কমিটি সমর্থনকারী বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবনের ২ নম্বর হলরুমে ঢুকে আওয়ামীপন্থী কমিটির ব্যানার খুলতে গেলে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ভাঙচুর শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। মুহূর্তেই তছনছ করে দেয় ইফতার আয়োজন। এর মধ্যে আওয়ামীপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে এসে ধাওয়া করলে বিএনপিপন্থী আইনজীবীরা হলরুম ছেড়ে সমিতি ভবনের মূল ফটকে অবস্থান নেন। দুই পক্ষই মারমুখী অবস্থান নেন।

ইফতারের কিছু আগে পরিস্থিতি শান্ত হলে ভাঙচুর করা হল গুছিয়ে ইফতার সম্পন্ন করে আইনজীবী সমিতি।

ইফতার অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নাম থাকলেও অনুষ্ঠানে তিনি আসেননি। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর দুলালসহ আইনজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights