স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. মহিউদ্দীনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে আদালত তিন লাখ টাকা অর্থদন্ড দেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় মহিউদ্দিনের বাবা মো নুরু এবং মা জরিনা বেগমকে বেকসুর খালাস দেন। বুধবার এ আদেশ দেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭’র বিচারক ফেরদৌস আরা।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি কফিল উদ্দিন বলেন, অভিযোগ প্রমাণীত হওয়ায় মহিউদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার অপর দুই আসামীকে খালাস দেয়া হয়। রায় ঘোষনার সময় মহিউদ্দিনকে আদালতে হাজির করা হয়। সাজামুলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
আদালত সুত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ আগস্ট ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন এলাকায় যৌতুকের জন্য গৃহবধু অন্তঃসত্ত্বা সুমি আক্তারকে হত্যা করা হয়। এ ঘটনার নিহতের বাবা আবু বক্কর ছিদ্দিকের দায়ের করা মামলা তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০২১ সালের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ও ৩০ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ১০ জনের সাক্ষ্য নিয়ে বুধবার এ রায় দিয়েছেন আদালত।