১২ জন নিয়ে খেলেছে ভারত, ম্যাচ রেফারির ব্যাখ্যা চান ক্ষুব্ধ বাটলার
স্বাগতিক ভারতের বিপক্ষে আগের ম্যাচ জিতে সিরিজ বাঁচিয়ে রেখেছিল ইংল্যান্ড। স্বপ্ন দেখছিল চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ জিতে সমতায় ফেরার। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি ভারতের ‘কনকাশন’ ছলচাতুরিতে। ভারতের কাছে ১৫ রানে হেরে ৩-১ এ পিছিয়ে গেছে ইংল্যান্ড।
তবে শুক্রবার (৩১ জানুয়ারি) পুনেতে চতুর্থ টি-টোয়েন্টি নিয়ে ইংল্যান্ড বেশ অসন্তুষ্ট। এর কারণ হলো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতের শিবম দুবের কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছিলেন হর্ষিত রানা। সেটা এমন এক সময়ে যখন দুবে ব্যাট হাতে ৩৪ বলে ৫৩ রানের ইনিংস খেলে ফেলেছেন। এরপর হর্ষিত বল হাতে নেন ৩ উইকেট।
আইপিএলের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের মতো, যেখানে একজনকে দিয়ে ব্যাটিং করিয়ে পরে তাঁর জায়গায় একজন বোলার খেলানো যায়। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন নিয়ম নেই বলে ভারতের দুবের জায়গায় হর্ষিতকে খেলানোর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড।
ভারত ১২ জন নিয়ে খেলেছে বলে পরোক্ষে খোঁচাও দিয়েছেন দলটির অধিনায়ক জস বাটলার।
কনকাশন সাবের নিয়ম অনুসারে, কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে ওই খেলোয়াড়ের জায়গায় তার মতোই কাউকে নামাতে পারবে। অর্থাৎ ব্যাটসম্যানের জায়গায় ব্যাটসম্যান, বোলারের জায়গায় বোলার।
কিন্তু আর যা-ই হোক, দুবে ও হর্ষিত একই ধরনের খেলোয়াড় নন। মানে মাঠে তাদের ভূমিকা এক নয়। দুবে ব্যাটিং অলরাউন্ডার, যিনি ২০২৪ আইপিএলে মাত্র ১ ওভার বোলিং করেছেন। আর হর্ষিত ফাস্ট বোলার। খোঁচা সুরে তাই ম্যাচ শেষে বাটলার বলছিলেন এভাবে, ‘হয় দুবে ঘণ্টায় ২৫ কিলোমিটার বলের গতি বাড়িয়েছে, নয়তো হর্ষিত তার ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছে।’
দুবের বদলি হিসেবে নেমে হর্ষিত ৪ ওভার বল করে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ভারতের আর কোনো বোলার এর বেশি উইকেট পাননি।
বাটলার হারের জন্য কনকাশন বদলিকে সরাসরি দায়ী না করলেও অসন্তোষ আড়াল করেননি। তিনি জানিয়েছেন, ম্যাচ রেফারির কাছে ব্যাখ্যা চাইবে ইংল্যান্ড, ‘এটা একই ধরনের খেলোয়াড়দের মধ্যে বদলি হয়নি। আমরা এর সঙ্গে একমত নই। এমনটা খেলার অংশ, আর আমাদের ম্যাচটি জেতা উচিত ছিল, তবে আমরা এ সিদ্ধান্তের সঙ্গে একমত নই।’
বাটলার যোগ করেছেন, ‘আমাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। ব্যাটিংয়ে নামার সময় আমি ভাবছিলাম-হর্ষিত কার জায়গায়? তারা বলেছে, এটা কনকাশন সাব, যেটা আমি অবশ্যই একমত হইনি। ম্যাচ রেফারিই নাকি এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে আমরা জাভাগাল শ্রীনাথকে (ম্যাচ রেফারি) কিছু প্রশ্ন করব।’
একপর্যায়ে হাসতে হাসতে ভারত ১২ জন নিয়ে খেলেছে বলে খোঁচা দিয়েছেন বাটলার, ‘হয়তো পরের ম্যাচে টসের সময় আমি বলব, আমরা ১২ জন খেলোয়াড় নিয়ে খেলছি।’