অবরোধে শার্শায় স্বাভাবিক নাই পিকেটিং

মীর ফারুক হোসেন শার্শা সংবাদদাতা
বিএনপি জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা রোববারের অবরোধে যশোরের শার্শায় বিভিন্ন সড়কের পরিস্থিতি ছিল স্বাভাবিক। এদিন সকাল থেকেই বিভিন্ন রুটের যানবাহন যাত্রী নিয়ে চলাচল করেছে
দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল কাজকর্ম স্বাভাবিক। এছাড়া নাভারন বাজার,বাগআচড়া বাজার ও বিভিন্ন বাসস্ট্যান্ড মানুষের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। সড়কগুলোতে রিকশা-ভ্যানসহ বাস, ট্রাক ও ছোট যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করেছে।
যানবাহনে মানুষের উপস্থিতি ছিল বেশি। প্রয়োজনীয় কাজে মানুষ জেলার বিভিন্ন স্টপেজে গিয়ে বাসে উঠে নির্ধারিত গন্তব্যে যাচ্ছে। ওইসব স্থান থেকে স্বাভাবিক নিয়মে যাত্রীবাহী বাস যশোরের বিভিন্ন আঞ্চলিক সড়কসহ দূরপাল্লার রুটে চলাচল করেছে। এছাড়া সড়কে মালামাল বোঝাই ট্রাক চলাচলও ছিল স্বাভাবিক।
পরিবহণ শ্রমিকরা জানিয়েছে, বিভিন্ন আঞ্চলিক ও দূরপাল্লার রুটে সকাল থেকেই বাস ছেড়ে গেছে। তবে সকালে যাত্রী কিছুটা কম ছিল।
শার্শায় কোথাও অবরোধের প্রভাব দেখা যায়নি। এদিন, অবরোধের পক্ষে পিকেটিং বা বিএনপি নেতাকর্মীদের কোন কর্মকান্ড দেখা যায়নি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকিকুল ইসলাম বলেন হরতাল অবরোধে যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য পুলিশ ২৪ ঘন্টা সদা প্রস্তুত আছে অবরোধ সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে কয়েকটি টিম সতর্ক অবস্থানে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights