আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে আইইবিএ’র সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ এসোসিয়েশনের (আইইবিএ)-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আল মামুনের নেতৃত্বে এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার সকাল ১১টায় আর্জেন্টিনার দূতাবাসে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন রাসেল, এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও বিভাগীয় প্রধান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, আলহাজ্ব মকবুল হোসেন কলেজ সৈয়দ মুহাম্মদ ইউসুফ প্রমুখ।

সাক্ষাৎকালে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আল মামুন আইইবিএ’র চলমান কার্যক্রম এবং আসন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইথনোস্পোর্ট প্রতিযোগিতার বিষয়ে আলোকপাত করেন। এসময় আসন্ন ইথনোস্পোর্ট ইভেন্টে সম্মানিত অতিথি হিসেবে রাষ্ট্রদূতকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রুহুল আমিন রাসেল।
রাষ্ট্রদূত আইইবিএ-এর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং দুই দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদানের ক্ষেত্রে এই সহযোগিতাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এই সাক্ষাৎটি বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির বন্ধনকে আরও শক্তিশালী করতে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights