চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে দুই ভাই নিহত
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলার জাফতনগরে সমদ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. আলমগীর ও জাহাঙ্গীর। তারা সম্পর্কে আপন ভাই। নিহতদের অপর দুই ভাই করিম ও রাসেল এ ঘটনায় জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক বিরোধের জেরে এ হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের আরেক ভাই করিম ও তার স্ত্রীর মধ্যকার সমস্যা মেটাতে গিয়েই এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া বলেন, ‘করিম কিছুদিন আগে প্রবাস থেকে এসেছে। আজ করিম তার স্ত্রীকে মারধর করতে যায় এবং সেখানে নিজের সন্তানকেও জখম করে। পরে এ নিয়ে ভাইদের মধ্যে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। নিহতরা তার আপন ভাই। এটা সর্ম্পূণ পারিবারিক বিষয়।’