চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. ইসমাইল খান পদত্যাগ করেছেন। সোমবার বিকেলে মন্ত্রণালয়ের গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিলেও মঙ্গলবার তা প্রকাশ হয়। দায়িত্ব ছাড়ার আগে তিনি এমবিবিএসসহ সব পরীক্ষার ফলাফল প্রকাশ করে যান।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) আলাউদ্দিন স্বপন বলেন, দুই বছর আগেই ভিসি স্যারের শরীরে রিং বসানো হয়। সম্প্রতি আবারও অসুস্থ হলে চিকিৎসক পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন। তাই শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি পদত্যাগ করেছেন। তার ওপর রাজনৈতিক কোনো চাপ ছিল না। এই মধ্যে এমবিবিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করে গেছেন।

জানা যায়, ২০১৭ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পান ডা. ইসমাইল খান। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights