ঝিনাইদহে কৃষক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে কৃষক মশিউর রহমান মশি হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে সদর উপজেলার দোকানঘর নামক স্থানে এ মানববন্ধনের আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসী।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে কৃষক মশিউরের পরিবারের সদস্যসহ প্রতিবেশী ও স্বজনরা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ, প্রতিবেশী আব্দুল লতিফ, ওলিয়ার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, মশিউরের স্ত্রী সুমী খাতুনের পরকীয়া প্রেম ছিল। বিষয়টি মশিউর জেনে ফেলায় তাকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। পরবর্তীতে স্থানীয় পুলিশ ও জনপ্রতিনিধিদের মোটা অংকের টাকা দিয়ে এ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তারা। গত ২৯ মার্চ তার বাড়ির নির্মাণাধীন বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় মশিউরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এরপর এলকাবাসী যশোর কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে মানববন্ধন পালন করে। মানববন্ধন শেষে স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মোসলেম উদ্দিন মানববন্ধন পালনকারীদের ওপর চড়াও হয়। সেসময় উপস্থিত শত শত নারী পুরুষের রোষানলে পড়ে ওই পুলিশ কর্মকর্তা। পরবর্তীতে থানা পুলিশের ঊদ্ধর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে সরে যায় মোসলেম উদ্দিন।