টেকনাফে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার টেকনাফ থানাধীন মোছনী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত মো. মোস্তাক আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৮ জুন) র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন মোছনী এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোস্তাক আহমেদকে (২২) গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত টেকনাফ মডেল থানার মামলা রয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।