নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ
নোয়াখালী প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে মাইজদী পাবলিক কলেজ প্রাঙ্গণে বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও শহর বিএনপির সভাপতি আবু নাছের ও জেলা বিএনপি নেতা ওমর ফারুক টপি। ঝড়বৃষ্টি উপেক্ষা করে তিনশতাধিক সিএনজি ও অটোরিক্সা শ্রমিকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।