পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি
অনলাইন ডেস্ক
বরিশালে এইচএসসি পরীক্ষার হলে বসে সুমা আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। আজ রবিবার অমৃত লাল দে কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সে সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
জানা যায়, পরীক্ষায় অংশগ্রহণ করার সময় সুমা আক্তার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করলে কলেজ কর্তৃপক্ষ সকাল তাকে হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসকরা জানান, সে কীটনাশক জাতীয় কিছু পান করেছে।
এ ব্যাপারে শেবাচিম মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অতনু গণমাধ্যমকে বলেন, ওই শিক্ষার্থী কীটনাশক জাতীয় বিষপান করেছে। তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিন্তু কেন সে কীটনাশক পান করেছে তার কারণ জানাতে পারেননি স্বজনরা।