পাহাড়ধসের আগাম সতর্কতা ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

পাহাড়ধসের আগাম সতর্কতা ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ করবে সেভ দ্য চিলড্রেন ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সেভ দ্য চিলড্রেন, ইপসা ও টেকনিক্যাল পার্টনার রাইমস এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

রবিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সভাকক্ষে এ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

প্রাথমিকভাবে পাহাড়ধসে অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ড হিসেবে বিবেচিত চসিকের ১৪নং লালখান বাজার, ৯নং উত্তর পাহাড়তলী ও ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড এবং বাঁশখালী উপজেলার সাধনপুর ও পুকরিয়া ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন হবে। জুলাই ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে এ কার্যক্রম। এ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় পাহাড়ধসের জন্য আগাম সতর্কতা ব্যবস্থাকে শক্তিশালী করার পদক্ষেপ নেয়া হবে। একই সঙ্গে পাহাড়ধসের প্রভাব কমাতে সময়মত কার্যকর সতর্কতা নিশ্চিত করা এবং সমস্যা, গ্যাপ শনাক্ত করে এবং সমন্বিত কার্যক্রমের উদ্যোগ নেয়া হবে।
সভায় চসিক প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে অনেক কিছু পরিবর্তিন হয়ে যাচ্ছে। বিশেষত কোন ঋতুচক্রই এখন আর সময় নির্ধারিত নয়, বিভিন্ন কারণে পাহাড়ধস রোধ করা প্রশাসনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে প্রভাবশালী চক্রের দখলদারিত্ব অন্যদিকে বিপুল সংখ্যাক জনগোষ্ঠীকে নির্দিষ্ট স্থানে পুনর্বাসন প্রক্রিয়া বেশ জটিল। আগাম সতর্কবার্তাকে জনগণ দৃশ্যমান অবস্থার প্রেক্ষিতে বিবেচনা করে থাকে, তার পূর্বে অনুমেয় বিষয়গুলো জনগণ সাধারণত গ্রহণ করে না। চট্টগ্রামে প্রশাসনের বেশকিছু সেইফ স্পেস রয়েছে। কিন্তু প্রশাসনের বিভিন্ন উদ্যোগকে সফল করতে সকল সংস্থার সহযোগিতা বিশেষ করে এনজিও সংস্থার সহযোগিতা প্রয়োজন।

অবহিতকরণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসার পরিচালক (সমাজ উন্নয়ন) নাছিম বানু, মূল বক্তব্য উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন ম্যানেজার ফাতেমা মেহেরুন্নেছা, প্যানেল আলোচক ছিলেন চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ড. ইকবাল সরোয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেন্সের উপপরিচালক দীনমনি শর্মা, সহকারী পরিচালক মো. আবদুল্লাহ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নগর পরিকল্পবাবিদ আবদুল্লাহ আল ওমর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক কিশোয়ার জাহান চৌধুরী, সেভ দ্য চিলড্রেন ম্যানেজার (এন্টিসিপেটোরী এ্যাকশন) জাবেদ মিয়াদাঁদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights