ফুলপুরে মাদরাসা অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাদরাসার শিক্ষার্থীরা ওই মিছিল করে। মিছিলটি মাদরাসা থেকে শুরু হয়ে কলেজ রোড ও বাসস্ট্যান্ড হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যায়। সেখানে গিয়ে ‘এক দফা এক দাবি, অধ্যক্ষের পদত্যাগ চাই’ এরকম স্লোগান দিতে থাকে। এরপর সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক তাদের বক্তব্য শোনার জন্য তাদেরকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডেকে নেন।

বক্তব্যে শিক্ষার্থীরা অধ্যক্ষ কর্তৃক বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরে অধ্যক্ষ শাহ তাফাজ্জল হোসেনের পদত্যাগ দাবি করেন। এর আগে মঙ্গলবার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ কেলেংকারী, শারীরিক নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগ এনে বিচারের দাবিতে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষসহ ৪১ জন শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী সশরীরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার ও একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরের নিকট অভিযোগের অনুলিপি প্রদান করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights