ফেনীতে ১০ দফা দাবিতে বিএনপির জনসভা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি

ফেনী জেলা বিএনপির আয়োজনে ১০ দফা দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের ইসলামপুর রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামন্ডলীর সদস্য জয়নাল আবেদীন (ভিপি জয়নাল)। বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ,জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, মশিউর রহমান বিপ্লব, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম আলো।

আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বি এ, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম, জেলা যুবদলের সভাপতি জাকের হোসেন জসিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খোকন, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন, জেলা তাতি দলের আহবায়ক সরওয়ার জাহান শ্রাবণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights