বরগুনায় দুই ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

বরগুনা প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র (নং-১৫৪) এবং আরপাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (নং-১৫৬) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে আমতলী উপজেলার ওই দুই ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ব্যাপারে আমতলী থানার ডিউটি অফিসার এসআই দাউদ-উল আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং রাতেই স্থানীয়দের সহযোগিতায় উপজেলার প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভিন মালা বাংলাদেশ প্রতিদিনকে জানান, শুক্রবার রাত ১০টা থেকে পৌনে ১১টার দিকে দুই ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ছুটে গিয়ে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights