মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়া
মাদারীপুর প্রতিনিধি
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে মাদারীপুরে আহত ও নিহত সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালের দিকে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় নিহত সকল শহীদদের পরিবারের সদস্য এবং গণ-অভ্যুত্থানে আহতরা অংশগ্রহণ করেন।
এসময় স্মরণসভায় নানা তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে আন্দোলনে নিহতদের ভূমিকা তুলে ধরা হয়। এছাড়া আহতরা সে সময়ের নির্বিচারে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া সকল ধরনের নির্যাতনের স্মৃতি শেয়ার করেন।
পরে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, আন্দোলনে অংশগ্রহণকারী আহত ও নিহত সকল শহীদদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়নের কথা জানানো হয়। শহীদ দীপ্তের নামে শকুনি লেকের নামকরণের দাবি জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী ওয়াহিদা সাবাব সিভিল সার্জন ডাক্তার মুনির আহম্মেদ খান, জেলা বিএনপির আহ্বায়ক জাহানদার আলী জাহান, জেলা সাবেক আমির মাওলানা আব্দুস সোবহান, জেলা সমন্বয়কারাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে শহীদদের আত্মার শান্তি কামনায় ও আহতদের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এরপর আহত ১৫১ জন ও নিহত ১৯ জন পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন জেলা প্রশাসক।