মৌরিতানিয়ায় নৌকাডুবির ঘটনায় ৮৯ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

উত্তর-পশ্চিম আফ্রিকার মৌরিতানিয়ার উপকূলে চলতি সপ্তাহের শুরুতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৮৯টি মরদেহ উদ্ধার হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। যদিও স্থানীয় মৎস্যজীবীদের দাবি, মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।

সাধারণভাবে প্রতি বছর গ্রীষ্মে আফ্রিকা ছেড়ে বহু মানুষ ইউরোপে পাড়ি দেন সমুদ্রপথে। উন্নত জীবনযাত্রার আকর্ষণ ও রাজনৈতিক অস্থিরতা এড়াতেই এই যাত্রা। ডুবে যাওয়া নৌকার যাত্রীরাও ইউরোপের উদ্দেশেই পাড়ি দিয়েছিলেন। ১৭০ জন যাত্রী ছিল ওই নৌকায়। উপকূলরক্ষী বাহিনী ৮৯ জনের মরদেহ উদ্ধার করে।

সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, পাঁচ বছরের এক শিশু-সহ ৯ জনকে উদ্ধার করা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মৌরিতানিয়া প্রশাসন কোনও মন্তব্য করেনি। দেশের দক্ষিণ-পশ্চিমের শহর এনডিয়াগোর মৎস্যজীবী সংগঠনের সভাপতি ইয়ালি ফল অবশ্য জানিয়েছেন, মৃতের সংখ্যা ১০৫। অনেককেই কবর দেওয়া হয়েছে। তিনি বলেন, “তিন দিন ধরে অনেক মরদেহ আমরা কবর দিয়েছি।”
চলতি বছরের প্রথম পাঁচ মাসে পাঁচ হাজারেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে নৌকাডুবির জেরে। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights