রথযাত্রায় নিহতদের সৎকারে জনপ্রতি ২৫ হাজার টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ থেকে ২৫ জন। নিহতদের সৎকারের জন্য জনপ্রতি ২৫ হাজার টাকা অনুদানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

রবিবার বিকাল সোয়া ৫টার দিকে ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হওয়ার পর শহরের সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের মৃত সুদেব এর মেয়ে শ্রীমতি রঞ্জিতা (৬০), আদমদিঘী উপজেলার কুন্ডু গ্রামের মৃত ভবানী মহন্তের ছেলে শ্রী নরেশ মহন্ত (৬০), সদর উপজেলার তিনমাথা রেলগেটের লঙ্কেশ্বরের স্ত্রী আতসী রানী (৪০), শিবগঞ্জ উপজেলার কুলুপাড়া গ্রামের মৃত নরেন্দ্র কুমারের ছেলে অলক কুমার (৪২)। এছাড়া আরও এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনার তদন্তে এডিএম ইমরুল কায়েস এর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, নিহতদের সৎকারে সহযোগিতা এবং আহতদের চিকিৎসার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।

তিনি বলেন, বগুড়ায় এরকম মর্মান্তিক দুর্ঘটনা আগামীতে যেন না ঘটে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights