সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে নিহত সেই যুবকের পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক

কোটা ইস্যু নিয়ে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত যুবকের পরিচয় মিলেছে।

নিহত যুবকের নাম সবুজ আলী। তিনি ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং কলেজ শাখার ছাত্রলীগ কর্মী। তিনি কলেজের পরিসংখ্যান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি উত্তর ছাত্রাবাসের ২০৫ নম্বর কক্ষে থাকতেন।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টায় ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষার্থীর মৃত্যুর খবরে রাতেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন। এসময় তার সঙ্গে উত্তর ছাত্রাবাসের হল তত্ত্বাবধায়ক, শিক্ষক পরিষদ সম্পাদকসহ কয়েকজন শিক্ষক ছিলেন। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা কলেজ অধ্যক্ষ বলেন, আমরা শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনে ঢামেক হাসপাতালে এসেছি। নিহত সবুজ আমাদের শিক্ষার্থী। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে মরদেহ কীভাবে স্বজনদের কাছে হস্তান্তর করা যায় সেই প্রক্রিয়ায় যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights