‘অংশগ্রহণমূলক মানে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে তা নয়’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, ‘বিদেশিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায়। সরকার এ ব্যাপারে বদ্ধপরিকর। তবে বিএনপি এ নির্বাচনে অংশ না নেওয়ায় অনেকের প্রশ্ন এবারের জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না? অংশগ্রহণ মানে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে তা নয়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’

বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

লিয়াকত হোসেন খোকা বলেন, ‘নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, শান্তিপূর্ণ হবে কি না তার নিশ্চয়তা দেওয়া যায় না। কারণ, বিএনপি নেতারা যে ধরনের ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও শুরু করেছেন, তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে।’
নির্বাচনী প্রচারণার সময় এলাকাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে জয়ী হলে সোনারগাঁকে সারাদেশের মধ্যে একটি পর্যটক নগরী ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘সোনারগাঁয়ের মেম্বারদের ধমক দিয়ে সাময়িক ছবি তোলাই সম্ভব কিন্তু হৃদয়ে জায়গা নেওয়া সম্ভব না। এই হুমকি-ধমকি বাদ দেন। এই হুমকি-ধমকিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা ভয় না। আগামী নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ। আপনারা যে যার মতো করে ভোট দিতে যাবেন। কেউ আপনাদের রুখতে পারবে না। আমি আশা করি, আপনাদের বিপুল ভোটে আগামীতে আমি আবারো এমপি হবো।’

নির্বাচনী প্রচারণাকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সহ-সভাপতি গরীবে নেওয়াজ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, আবুল হোসেন তুষার মেম্বার, সানাউল্লাহ, সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সেকান্দর, পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মো. মাইনুল ইসলাম মামুনসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights