অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয়ের একটি আমবাগান থেকে অজ্ঞাত এক তরুণীর (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বোরকা পরিহিত ওই নারীর কপালে আঘাতের চিহ্ন ও গলায় নেকাব বাঁধা ছিল। সোমবার সকালে শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের ইছাইল এলাকায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাশে আমবাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রউফ সরকার জানান, সকালে উপজেলার ইছাইল এলাকায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাশে একটি আমবাগানে অজ্ঞাত ওই তরুণীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, মরদেহের পরনে কালো বোরকা ছিল। তার কপালে আঘাতের চিহ্ন ও গলায় নেকাব বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে