অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে ভাসছে অজ্ঞাত এক যুবকের লাশ। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলেও চার ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে উপস্থিত হননি পুলিশ। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সোমবার সকালে উপজেলার গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটেছে ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকায় তুরাগ নদীতে পার ঘেঁষে অজ্ঞাত একটি যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। চার ঘন্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে এখনো উপস্থিত হতে পারেনি পুলিশ। এনিয়ে মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মৌচাক ফাঁড়ির ওসি মহিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধারের বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে। তারা মৃতদেহটি উদ্ধার করবে।