অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল তিন’শ ফিট সড়কে সিএনজি অটোরিকশার সাথে ট্রাকের সংঘর্ষে এক নারীসহ দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আহত হয় আরও চারজন। এ ঘটনায় পুলিশ গাড়ির চালক ও হেলপারকে আটক করেছেন। বুধবার দুপুর ১২টার দিকে পূর্বাচল সড়কের পশি মাজার রোড চত্ত্বরে এ দুর্ঘটনা ঘটে।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( এসআই) জাহাঙ্গীর আলম জানায়, বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর কুড়িল থেকে একটি সিএনজি অটোরিকশা কাঞ্চন যাবার পথে পূর্বাচল তিন`শ ফিট সড়কের পশি মাজার রোড চত্ত্বরে পূর্বাচলে প্রবেশের মুখে দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির যাত্রী আরোবি আক্তার (৩২) খাইরুল ইসলাম (৩৫) নিহত হয়। এসময় আহত হয় সিএনজির চালকসহ আরও তিন যাত্রী। এ ঘটনায় পুলিশ গাড়ির চালক ফকরুল ইসলাম ও তার হেলপার সাহেদুল ইসলামকে আটক করা হয়। জব্দ করা হয় ওই ট্রাক। নিহতদের লাশ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য মর্গে ও আহতদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় ওই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights