অনিয়ম হলে কর্মকর্তারা চাকরি হারাবেন

নিজস্ব প্রতিবেদক, যশোর
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, পথভ্রষ্ট অতিউৎসাহী এবং সন্ত্রাসীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। অনিয়ম হলে চাকরি হারাতে হবে। কেন্দ্র দখলের চেষ্টা হলে ভোট গ্রহণ বন্ধ করে চলে যান, লাগলে পরে ভোট নেওয়া হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের মনিরামপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল বেলা ১১টায় মনিরামপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ কর্মশালা শুরু হয়। মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার ও খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আরও বলেন, সঠিক লোককে তার পছন্দের মতো ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভোট নিয়ে নানা অভিযোগ আসে। সত্য-মিথ্যা সব অভিযোগই তদন্ত করা হবে। মিথ্যা অভিযোগ দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমাদের দেশের ওপর বিদেশিদের নজর আছে। বাইরের কেউ আমাদের সমস্যা ঠিক করে দিতে পারবে না। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। দুই দিনের এ কর্মশালায় মনিরামপুর উপজেলার ২ হাজার ৭০০ ভোট গ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights