অপরাজনীতির প্রতিবাদে খুলনায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
দেশব্যাপী বিএনপির অপরাজনীতির প্রতিবাদে খুলনায় শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার বিকালে নগরীর লোয়ার যশোর রোডে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. সুজিত অধিকারি, আওয়ামী লীগ নেতা সোহরাব আলী সানা, রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যাপক নিমাই, বিএমএ সালাম, অ্যাড. এমএম মুজিবুর রহমান, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, এসএম কামরুজ্জামান জামাল।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি। বিএনপির অপপ্রচার বন্ধ করতে করতে প্রতিটি পাড়ায় মহল্লায় পথসভা উঠান বৈঠক করে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।