অপারেশন্স ডেভিল হান্টে কুমিল্লায় গ্রেফতার ৩
কুমিল্লা প্রতিনিধি
অপারেশন্স ডেভিল হান্টে কুমিল্লায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তিন থানার গ্রেফতার ৩ জনই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম।
গ্রেফতার ৩ জন হলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদর দক্ষিণ উপজেলার একটি ইউনিয়নের সদস্য ফয়সাল তানভীর তামিম (১৭)। মুরাদনগর উপজেলার ৫নং পূর্বধইর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জীবন মিয়া (৪৫) এবং দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের যুবলীগের সদস্য আলাউদ্দিন অজি (৪৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদর দক্ষিণ উপজেলার একটি ইউনিয়নের সদস্য ফয়সাল তানভীর তামিম। তাকে শিশু আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ নেতা জীবন মিয়ার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা রয়েছে। আর যুবলীগের সদস্য আলাউদ্দিন অজি ৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে গুলি করে বাবু নামের একজনকে হত্যার মামলায় এজাহার নামীয় আসামি।
পুলিশ কর্মকর্তা আরাফাতুল ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছি। আমাদের অভিযান চলমান রয়েছে।