অবরোধের সমর্থনে যাত্রাবাড়ীতে এলডিপির মিছিল

নিজস্ব প্রতিবেদক

তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিনে রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ সংলগ্ন এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)।

মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পূর্ব এলডিপির সভাপতি মোঃ সোলাইমানের নেতৃত্বে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আওরঙ্গজেব বেলালসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ডক্টর আওরঙ্গজেব বেলাল বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে এই অবরোধ পালন করছে। দুই একজন আওয়ামী লীগের দালাল ছাড়া কেউ রাস্তায় গাড়ি বের করেনি। আমাদের এই আন্দোলনে সর্বস্তরের জনগণের সমর্থন রয়েছে। ইনশাআল্লাহ আমরা সফল হবো। সরকারের পতন এখন সময়ের ব্যবধান মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights