অব্যাহতি প্রত্যাহারের দাবি কুমিল্লা মহানগর বিএনপি নেতার
কুমিল্লা প্রতিনিধি
নিজের পরিচিত নেতাদের কমিটিতে স্থান না হওয়ায় পদত্যাগের ঘোষণা দেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির। এই মৌখিক ঘোষণার কারণে দল তাকে অব্যাহতি দেয়। সেই নেতা এবার তার অব্যাহতি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়ের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
লিখিত বক্তব্যে আমির বলেন, ২০২২ সালের ৩০ মে ঘোষিত মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহবায়ক পদ আমার রাজনৈতিক জীবনের সেরা অর্জন। নিবেদিত কিছু নেতার মূল্যায়ন নিয়ে আবেগের বশত তখন মৌখিক পদত্যাগের কথা বলেছি। এতে কেন্দ্র আমাকে অব্যাহতি দিয়েছে। অব্যাহতি প্রত্যাহার করে দলের কার্যক্রমে পুনঃরায় সম্পৃক্তের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদয় দৃষ্টি কামনা করছি।
এসময় মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, আতাউর রহমান ছুটি,দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব চৌধুরী,দক্ষিণ জেলা স্বেচ্ছসেবক দলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।