অভয়নগরে তরকারির দাম বেড়ে যাওয়ায় কৃষক আব্দুর রবের ছাগল বেচে বাজার খরচ চালাতে হচ্ছে

স্টপ রিপোর্টারঃ আমিরুল ইসলাম

অভয়নগর উপজেলার সিঙ্গাড়ী গ্রামের বয়েস্ক কৃষক আব্দুর রব তরকারি কিনতে যেয়েই দেনা হতে হচ্ছে। সুদে টাকা না নিয়ে তিনি বাধ্য হয়ে ছাগল বেচে বাজার করছেন। মঙ্গলবার বিকালে কাচা বাজার দরের খোঁজ নিতে গিয়ে তিনি সাক্ষাতে এ কথা বলেন।

আব্দুর রব জানান, তার পরিবারের সদস্য সংখ্যা ৯ জন। তিনি একজন প্রান্তিক কৃষক। তার দুই ছেলে ভ্যান চালায়। সংসাবে আগে যে টাকা আয় হতো এখনো প্রায় সেই পরিমান টাকা আয় হয়। কিন্তু বর্তমানে তরকারির দাম বেড়ে যাওয়ায় বাজার করা কষ্ট করহয়ে পড়েছে। আগে যেখানে ৫শ টাকা হলে সাপ্তাহিক বাজার হয়ে যেতো এখন সেখানে এক হাজার টাকা লাগছে। সুদে টাকা নিলে গুনা হবে তাই তিনি ছাগল বেচে বাজার করতে এসেছেন।

মঙ্গলবার নওয়াপাড়া বাজার ঘুরে দেখা গেছে এখানে প্রতিকেজি বেগুন ১৫০ টাকা, কাচা ঝাল ৩২০ টাকা,পটল ৮০ টাকা, ভেন্ডি ১২০ টাকা, শিম ২৪০ টাকা,বরবটি ১২০টাকা,আলু ৬০ টাকা, পেয়াজ ১১০ টাকা,টমেটো ২০০টাকা ও বাঁধাকপি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তরকারি বিক্রেতা মোল্যা স্টোরের মালিক হাসিবুর রহমান বলেন,‘গত কয়েক দিন আগে তরকারির দাম দ্বিগুন পরিমান বেড়ে গেছে। দাম বেড়ে যাওয়ার কারনে খরিদার আগের তুলনায় অর্ধেক পরিমান তরকারি কিনছে। যে এক কেজি তরকারি কিনতো সে এখন আধা কেজি কিনছে। এতে তাদের লাভ কম হচ্ছে। যে কারনে আয় কমে গেছে। যে কারনে তার আগের মতো সংসার চলে না।’ তিনি তরকারির দাম বেড়ে যাওয়ার কারন হিসাবে অতি বৃষ্টিকে দায়ি করেছেন। সারা দেশে অতি বৃষ্টির করনে তরকারির গাছ মরে গেছে বলে জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুন বলেন, অভয়নগর উপজেলার তরকারির গ্রাম নামে খ্যাত শংকরপাড়া , দেওয়াপাড়া গ্রামে অতিবৃষ্টির কারনে কৃষকের সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। আগাম সবজি চাষ করেছিলের অনেক কৃষক কিন্তু তা সব নষ্ট হয়ে গেছে। নতুন করে তারা আবার চাষ শুরু করেছেন। তা বাজারে উঠতে এক থেকে দেড় মাস সময় লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights